স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শোভাযাত্রা, পথসভা ও বৃক্ষরোপন

Aug 22, 2025 - 09:33
 0  6
স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শোভাযাত্রা, পথসভা ও বৃক্ষরোপন
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, আগস্ট (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে শোভাযাত্রা, পথসভা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বুধবার এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে নড়াইল চৌরাস্তা থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়া পৌর পুকুরপাড়ে বৃক্ষরোপন করা হয়।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মশিয়ার রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহিদুজ্জামান পাশা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তরিকুল ইসলাম সোহাগ, নড়াইল পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ আমির সোহেল, সদস্য সচিব ফিরোজ মোল্যাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শাহিদুজ্জামান পাশা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বেচ্ছাসেবকদলের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ কার্যক্রমকে আরো শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে একযোগে কাজ করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online