সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাদান ও শিক্ষণ উপকরণ সহায়তা 

Aug 29, 2024 - 15:12
 0  19
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাদান ও শিক্ষণ উপকরণ সহায়তা 
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাদান ও শিক্ষণ উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার পবিপ্রবি কৃষি অনুষদের সম্মেলন কক্ষে উক্ত সহায়তা চেক হস্তান্তর করা হয়। 

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাকার্যক্রম নিশ্চিত করতে পবিপ্রবি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ঘাসফুল বিদ্যালয়কে শিক্ষা সহায়তা হিসেবে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের সহযোগিতায় ট্রাই ডিজিটালের পর্যবেক্ষণে আট লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়।

অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার মো: জুলফিকার আলী এবং বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, সৃজনী বিদ্যানিকেতনের অধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা অল্পতেই তুষ্ট এবং তাদের সন্তুষ্টির যে হাসি তা দেখে আমি খুবই আবেগাপ্লুত হই।

অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, সুন্দর মন থাকলে সুন্দর পৃথিবী গড়া সম্ভব, স্বল্প পরিসরে হলেও "ঘাসফুল বিদ্যালয়" তার বাস্তব উদাহরণ। 

মো: জুলফিকার আলী বলেন, কোনরকম বেনিফিট ছাড়া দীর্ঘ বারো বছর ধরে এমন একটা কার্যক্রম পরিচালনা সত্যিই অকল্পনীয়। অনেকে অনেক কিছু শুরু করে কিন্তু এক দুই বছর পর তা আবার বন্ধ হয়ে যায়। তিনি ঘাসফুল বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ সবসময় এমন কার্যক্রমের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online