“মেধা ও শ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে“

Mar 25, 2025 - 02:42
 0  19
“মেধা ও শ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে“
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ২৪ মার্চ (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস)  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, রমজানের ভাবগাম্ভীর্যকে একসঙ্গে পালন করার জন্য আজ আমরা একত্রিত হয়েছি। ইফতারের দাওয়াত দেওয়া আমাদের ধর্মীয় একটি রীতি। এই সমাবেশে আমরা সকলে বিশ্ববিদ্যালয়ের জন্য দোয়া করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে মনোযোগী হবো। আমাদের মেধা ও শ্রম বিনিয়োগ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার চেষ্টা করব।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভাইস চ্যান্সেলর সচিবালয়ের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একসাথে ইফতার করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, এই বিশ্ববিদ্যালয় দেশের মানুষের সম্পদ। তাই এর উন্নয়ন ও সুরক্ষায় আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আমাদের সর্বদা সচেতন থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নিরলসভাবে কাজ করতে হবে। এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি এবং আমার পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যবৃন্দ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ডিন কাউন্সিল, প্রভোষ্ট কাউন্সিল ও প্রক্টরিয়াল টিমের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান, বিভিন্ন দপ্তরের প্রধান, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশের কল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online