ভেটেরিনারি টিচিং হাসপাতালের প্রধান হলেন ড. আহম্মেদ

Oct 27, 2024 - 01:11
 0  12
ভেটেরিনারি টিচিং হাসপাতালের প্রধান হলেন ড. আহম্মেদ
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি টিচিং হাসপাতালের চীফ ভেটেরিনারিয়ান হিসেবে মেডিসিন, সার্জারি এন্ড অবস্টেট্রিক্স বিভাগের  প্রফেসর ড. মোঃ সেলিম আহম্মেদ নিযুক্ত হয়েছেন। 

উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য  জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি ক্লিনিক এর বর্তমান চীফ ভেটেরিনারিয়ান অধ্যাপক ড. অসীত কুমার পাল, মেডিসিন, সার্জারি এন্ড অবস্টেট্রিক্স বিভাগ এর পরিবর্তে অধ্যাপক ড. মোঃ সেলিম আহম্মেদ, মেডিসিন, সার্জারি এন্ড অবস্টেট্রিক্স বিভাগ কে চীফ ভেটেরিনারিয়ান হিসেবে পরবর্তী ২ (দুই) বছরের জন্য অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হলো।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিকের বর্তমান চীফ ভেটেরিনারিয়ান ড. অসীত কুমার পাল দীর্ঘ দু বছর যাবত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করে এসেছেন। তার অধীনে উক্ত ক্লিনিকের মান উন্নয়নসহ অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা দেয়া সম্ভব হয়েছে।

উল্লেখ্য, পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হসপিটালে স্বল্প খরচে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা সহ সকল প্রকার পরীক্ষা করা হয়। সেই সাথে সপ্তাহে ৭ দিনই হাসপাতাল খোলা থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online