বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন

Nov 20, 2024 - 15:57
 0  77
বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
এন্টিমাইক্রোবিয়ালের অকার্যকারিতা: নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধের এখন সময়, এই শ্লোগানে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

এ উপলক্ষ্যে বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এরপর জেলা প্রাণী সম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আখতারুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইয়ামিন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, পোল্ট্রি ফিড অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম বাবুমোঃ আলালসাংবাদিক মোঃ সেলিম রেজা এবং সাংবাদিক শহিদুল হোদা অলক। এসময় শিক্ষার্থী, খামারী ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এই শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত হলেও জানার গণ্ডিটা শব্দটা শোনার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমাদের একটু অসচেতনতাই অদূর ভবিষ্যতে আমাদের মৃত্যুর কারণ হতে পারে। তাই বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। আমাদের একটু সচেতনতাই পারে আমাদের নিজেদের আর পরিবারের মানুষগুলোকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online