ভারতীয় আগ্রাসন ও ছাত্রলীগসহ অপশক্তির বিরুদ্ধে মিছিল

Sep 7, 2024 - 05:15
 0  34
ভারতীয় আগ্রাসন ও ছাত্রলীগসহ অপশক্তির বিরুদ্ধে মিছিল
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

হৈ হৈ রৈ রৈছাত্রলীগ গেলি কই; ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও, সীমান্তে মানুষ মরে, বিজিবি কি করে? স্লোগানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভারতীয় আগ্রাসন, ছাত্রলীগসহ সকল অপশক্তির প্রত্যাবর্তনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং ছাত্রজনতা গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার জুমার নামাজের পর পবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক পদক্ষিণ করে ছাত্রশিক্ষক মিলনায়তনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

মো: আশরাফুল ইসলাম নোমানীর সঞ্চালনায় জাহিদুল ইসলাম জাহিদ, জাভেদ রহমান অঙ্কন, আব্দুল আজিজ এবং মো: ফরিদুল ইসলাম বক্তব্য প্রদান করেন। বিক্ষোভ মিছিলে শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

হাফেজ মো: ফরিদুল ইসলাম বক্তব্য প্রদান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এসময় তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর আমরা আয়নাঘর দেখছি, গুম, খুনের ঘটনা সামনে আসতে শুরু করছে। এখন আমরা বুঝতে পারছি, হাসিনা কত বড় স্বৈরাচারী শাসক ছিল। আমরা ১৬ বছরের জুলুম, নির্যাতন, আগ্রাসন ভুলে গেলে চলবে না। ফ্যাসিবাদের দালাল ছাত্রলীগ যেরূপেই আসুক না কেন আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online