বৃষ্টি উপেক্ষা করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Jul 13, 2024 - 05:17
 0  87
বৃষ্টি উপেক্ষা করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ১২ জুলাই (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) – দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। 
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কামাল রণজিত (কে আর) মার্কেট হয়ে আব্দুল জব্বার মোড়ে এসে শেষ হয়। এরপর বৃষ্টি উপেক্ষা করে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। এসময় দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি করেন তারা।
এসময় বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করে তাদের উপর পুলিশি হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক।’
তারা আরও বলেন, যদি এই হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি না দেওয়া হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা কোটা আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online