বিদেশে ইন্টার্নশিপের সুযোগ বাকৃবির ২১ জন শিক্ষার্থীর

May 6, 2024 - 16:42
 0  353
বিদেশে ইন্টার্নশিপের সুযোগ বাকৃবির ২১ জন শিক্ষার্থীর
ছবি- প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, মে (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ২০তম ব্যাচের ইন্টার্নশিপ কার্যক্রম শুরু হচ্ছে ৮ মে। পশুপালন অনুষদের লেভেল-৫, সেমিস্টার-১ এ অধ্যয়নরত ১৭৯ জন শিক্ষার্থী ওই ইন্টার্নশিপে অংশ নেবেন। এর মধ্যে বিদেশে ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন ২১ জন শিক্ষার্থী।

এসময় তারা জাপান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, নেপাল ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। অন্যান্য শিক্ষার্থীরা দেশের ২২টি খামার ও কৃষি শিল্প প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করবেন।
পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ২০তম ব্যাচের ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী। সোমবার সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. ছাজেদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মাহ্ফুজা বেগম, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মোহাম্মদ মজিবুর রহমান, নারিশ পোলট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. তৌহিদুল ইসলাম, কাজী ফার্মস লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান এফ এম মনিরুজ্জামান ও আরমান ফিডস এন্ড ফিশারিজ লিমিটেডের প্রধান নির্বাহী মো. হাবিবুর রহমান খান। স্বাগত বক্তব্য রাখেন ইন্টার্নশিপ প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার।

এসময় উপাচার্য ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বাকৃবি একমাত্র বিশ্ববিদ্যালয়, যাদের কর্মকান্ডের ফলশ্রুতিতে আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে। বর্তমানে বাকৃবিতে দুইটি অনুষদে ইন্টার্নশিপ কার্যক্রম চলমান রয়েছে। এবছর আরও দুইটি অনুষদ চালু হতে যাচ্ছে। আগামী বছর থেকে বাকৃবির সব গ্র্যাজুয়েট ইন্টার্নশিপের আওতায় আসবে। ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা যে ব্যাবহারিক জ্ঞান লাভ করবে তা দেশের কৃষির উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি আশা করি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online