বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির  উদ্যোগে ঈদ উপহার বিতরণ

May 19, 2024 - 16:02
 0  242
বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির  উদ্যোগে ঈদ উপহার বিতরণ
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুন্সীগঞ্জ, এপ্রিল (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) - রবিবার মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার দীঘিরপাড় কান্দারবাড়ি মাঠে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার স্বরূপ ত্রাণ বিতরণ করা হয়েছে

ঈদ উপহার ও ইফতার বিতরণ অনুষ্ঠানে টেলিফোন কনফারেন্সের মাধ্যমে প্রদত্ত বক্তব্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী খান বলেন, বৈশ্বিক এই দুর্যোগে যখন সমগ্র বিশ্বের দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, তখন বাংলাদেশের নিন্মআয়ের মানুষগুলিও পড়েছে সীমাহীন সমস্যায়। নিত্যপণ্যের বাজারে, আমিষ-নিরামিষ দুই পণ্যের দাম আকাশ ছোঁয়ায়, অনেককেই  অধিকংশ দিন থাকতে হয় অনাহারে। এই সমস্যা বর্তমানে একটি জাতীয় সমস্যা, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে তা দূরিভূত করতে। সেজন্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি এই উদ্যোগ গ্রহণ করে প্রত্যেক বছর রমজান মাসে ঈদ উপহার এবং ইফতার সামগ্রী বিতরণ করে

টুঙ্গিবাড়ি উপজেলার কান্দারবাড়ি মাঠ প্রাঙ্গণে দুই শত লোকের মাঝে প্রতি জনকে ১০ কেজি, চাল, ডাল, আলু, তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্য সহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি ও মুক্তির জন্য কোরআন শরীফ খতমের পর দোয়া করা হয়

এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী সভাপতি এডভোকেট মশিউর মালেক। সভাপতিত্ব করেন টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির হালদার ও বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদা হক কনিকা, আজীবন সদস্য আইরিন আহমেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুপ্রীমকোর্ট শাখার সদস্য সোলাইমান প্রমুখ। পরিচালনায় ছিলেন রবিন, বিথী আক্তার, আবেদুর রহমান, সাজেদা সুলতানা প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবেদুর রহমান ব্যাপারী, রবিন মিজান খান, বিশিষ্ট সমাজসেবক আখতার হোসেন গাজী ইদ্রিজ হালদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সাজেদা সুলতানা, সামিয়া খান, বিথি ব্যাপারী প্রমুখ। এতে স্থানীয় গণ্যমান্য ও মুরুব্বী সহ রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সুশৃঙ্খল পরিবেশে ত্রাণ বিতরণ করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির সভাপতি ইউনুস আলী খান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমানের, মুন্সীগঞ্জ এর স্থানীয় জনগন ও জেলা পুলিশ সদস্যদের সহায়তার জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, জার্মানির বঙ্গবন্ধু ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন এবং দীর্ঘদিন প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শ চর্চা ও জার্মানির স্থানীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গকে নিয়ে নানা কর্মসুচি আয়োজন করে থাকে। উক্ত ফাউন্ডেশনেনেতৃবৃন্দের মধ্য থেকে যাদের আন্তরিক সহায়তায় এই ত্রাণ বিতরণ সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা মাহাবুবুল হক, সিনিয়র সহ সভাপতি হাকিম টিটু, উপদেষ্টা আযহার হোসেন, উপদেষ্টা শাহাবুদ্দিন মিয়া, উপদেষ্টা নুরে আলম সিদ্দিকি রুবেল, সহ-সভাপতি আব্দুল হামি, উপদেষ্টা মোহাম্মদ সেলিম, সহ-সভাপতি ইমরান ভুইয়া, সহ-সভাপতি আসমা খান, সহ-সভাপতি সোহেল মিয়া, সহ-সভাপতি মহসিন শাহ, সহ-সভাপতি হাজী শেখ আব্দুল মতিন, সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম, প্রতিষ্ঠাতা উপদেষ্টা আবু সেলিম, উপদেষ্টা ডঃ আব্দুল হাই, সহ-সভাপতি আবেদিন সিমারমান, রুজমিলা খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক জয় সূর্য, রোমান মিয়া, ইকবাল হাওলাদার, মুজিবুর চৌধুরী, সীমা মনির, তামান্না বাহার প্রমুখ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online