প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে লিফলেট বিতরণ ও কর্মশালা

Dec 13, 2024 - 03:02
 0  6
প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে লিফলেট বিতরণ ও কর্মশালা
ছবিঃ প্রতিনিধি/ওভি

রাজশাহী, ১২ ডিসেম্বর (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস): রাজশাহীতে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শীতের অতিথি পাখিসহ সকল প্রকার বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিতকল্পে জনগণকে সচেতন করতে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে শনিবার রাজশাহীর পদ্মাপাড়ের আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এরপর পদ্মা গার্ডেনের হলরুমে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সদস্য ও স্বেচ্ছাসেবী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডাঃ বি কে দাম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি  মোঃ হাসান আকতার ও মোঃ আব্দুল মোত্তালিব, যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহাদ ইকবাল, কোষাধ্যক্ষ মোঃ রমজান আলী সরকার ও কার্যনির্বাহী সদস্য ডাঃ মোঃ মনিরুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

প্রশিক্ষণে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ ও বন্যপ্রাণীর গুরুত্ব তুলে ধরে সেগুলো সংরক্ষণে করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। বক্তারা বলেন, প্রতিটি প্রাণিকূলেরই সুস্থ ও সুন্দরভাবে জীবনধারণের জন্য ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ দরকার। প্রকৃতির উপাদানের গুণাগুণ নষ্ট হলে পৃথিবীর ভারসাম্য বিনষ্ট হবে এবং পরিবেশের বিপর্যয় হয়ে পৃথিবী মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। তাই গাছপালা, পশুপাখি, বনজঙ্গল, পাহাড়-পর্বত, নদীনালা, সাগর-মহাসাগর, মাটি, পানি, বাতাস প্রভৃতি প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার, গুণাগুণ বজায় রাখা এবং ভবিষ্যত প্রজন্মের জন্য সংরক্ষণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online