পৃথক অভিযানে ইজিবাইক ও দুই মাদক চোরাচালানী আটক
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী ইউনিয়নের মহিষালবাড়ী গ্রামে সীমান্ত এলাকায় ভারতীয় হেরোইন ও ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি গোদাগাড়ী বিওপির একটি টহলদল।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে অভিযান পরিচলনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামের নাসির উদ্দিন (২৮) কে আটক করে বিজিবি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মহিষালবাড়ী শাহসুলতান মাদ্রাসা মাঠের পার্শ্বে মাদক বিক্রি করা হচ্ছে। তৎক্ষণাৎ টহলদল উক্ত স্থানে উপস্থিত হয়। টহলদলের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহলদল ধাওয়া করে মোঃ নাসির উদ্দিনকে ০.২০৫ কেজি ভারতীয় হেরোইন এবং ০৫ বোতল ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত হেরোইন ও ফেন্সিডিলসহ গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার হাঙ্গারী মোড়ে তল্লাশি করে ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল ও চোরাচালান কাজে ব্যবহৃত ইজিবাইকসহ একজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি সদস্যরা।
আটককৃত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর গ্রামের মোঃ জাহিদুল হক (১৮)। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শনিবার বিকেলে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, হাঙ্গারী মোড় এলাকা দিয়ে ইজিবাইক যোগে মাদক চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে টহলদল উক্ত স্থানে বিভিন্ন ইজিবাইক তল্লাশি শুরু করে। তল্লাশীকালে ১টি ইজিবাইকের চালকের সীটের নীচে কাপড়ের ব্যাগে ভারতীয় ২৯ বোতল ফেন্সিডিল খুঁজে পায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইজিবাইক যোগে চালক জাহিদুল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল শহরে পরিবহন করছিলেন। আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে জব্দকৃত ফেন্সিডিল ও ইজিবাইকসহ শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।
What's Your Reaction?