পিরোলী বণিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
 
                                    নড়াইল, ২৬ জুন (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী বাজার বণিক সমিতির সভাপতি হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের জেষ্ঠ্য প্রভাষক আলমগীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বণিক সমিতির আয়োজনে বুধবার দুপুরে পিরোলী বাজার চত্বরে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পিরোলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপদেষ্টা নিখিল চন্দ্র সাহা, ব্যবসায়ী ফারুক হোসেন, অমিয় রায়, সহকারী সম্পাদক সুজল হোসেন, দপ্তর সম্পাদক বাবুল হোসেন জোয়ার্দ্দার, মুজি শেখসহ অনেকে। এছাড়া উত্তম কুমার সাহা, কামাল হোসেন, মফিজুর রহমান, মিশুক ও মাহমুদসহ বাজারের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
পিরোলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নষ্ট করতে ফেসবুকে সভাপতি আলমগীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার করছে। অপপ্রচারকারীদের আইন-শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করে তাদের যথাযথ শাস্তি দিবে বলে আমরা আশাবাদী।
ব্যবসায়ী অমিয় রায় বলেন, ৩০ বছর ধরে এ বাজারে ব্যবসা করছি। আমাদের বাজার বণিক সমিতির বর্তমান সভাপতি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। বাজারে কোন চাঁদাবাজি নেই। আগের চেয়ে সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে।
নিখিল চন্দ্র সাহা বলেন, বণিক সমিতির বর্তমান সভাপতির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, আমরা এর যথাযথ বিচার চাই।                        
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            

 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            