নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত, সম্পাদক ফশিয়ার
ফরহাদ খান, নড়াইল
দীর্ঘ এক যুগ পর উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নড়াইল পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে শনিবার ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে তেলায়েত হোসেন বাবু ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী হাসান ২১২ ভোট পেয়েছেন। অপরপ্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ১৫৭ ভোট।
বিজয়ী সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান পেয়েছেন ২৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ বিশ্বাস পেয়েছেন ২৪৪ ভোট। এছাড়া রেজাউল খবির রেজা ২৫, মফিজ জমাদ্দার ৪২, দেলোয়ার হোসেন ৩৩ এবং ফজলুল হক ফয়েজ পেয়েছেন ৬ ভোট।
বিজয়ী সাংগঠনিক সম্পাদক এবাদত মিনা পেয়েছেন ২২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান আলী খান ২১৯। অপরপ্রার্থী মহিদুল ইসলাম ১০৭ এবং ইব্রাহিম শেখ ৫৬ ভোট পেয়েছেন। নড়াইল পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে ছয় জন এবং সাংগঠনিক সম্পাদক পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নড়াইল পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন (ভোটার সংখ্যা) ৬৩৯ জন। এর মধ্যে ৬২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আ্যাডভোকেট গোলাম মোহাম্মদ বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক ও অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটুসহ দলীয় নেতাকর্মীরা।
What's Your Reaction?