নড়াইলে ‘জুলাই বিপ্লব চ্যাম্পিয়ন ট্রফি’ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে ‘জুলাই বিপ্লব চ্যাম্পিয়ন ট্রফি’ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী নড়াইল পৌর শাখা যুব বিভাগের আয়োজনে শনিবার পৌরসভার কুড়িরডোব মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৭ নম্বর ওয়ার্ড বনাম পেশাজীবী দল প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে পেশাজীবী দল ৫-৪ গোলে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
সন্ধ্যায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা জামায়াতে ইসলামীর আমির ও নড়াইল-২ আসনে দল মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, জামায়াত মনোনীত নড়াইল পৌরসভার মেয়র প্রার্থী হেমায়েতুল হক হিমু, জেলা যুব বিভাগের সভাপতি খিয়াম উদ্দিন, নড়াইল পৌর জামায়াতের আমির জাকির হোসেনসহ অনেকে।
১৪ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে নড়াইল পৌরসভার নয়টি ওয়ার্ড ও পেশাজীবী দলসহ ১০টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।
What's Your Reaction?






