দুর্ঘটনামুক্ত পথের জন্য স্পিডগান ব্যবহারের দাবি সেভ দ্য রোডের

Apr 9, 2024 - 04:02
 0  179
দুর্ঘটনামুক্ত পথের জন্য স্পিডগান ব্যবহারের দাবি সেভ দ্য রোডের
ছবিঃ প্রতিনিধি/ওভি

ঢাকা, ০৮ এপ্রিল (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) - দুর্ঘটনামুক্ত পথের জন্য স্পিডগান ব্যবহারের দাবি জানিয়েছেন সেভ দ্য রোডের নেতৃবৃন্দ।

সোমবার সেভ দ্য রোড-এর আয়োজনে বিজয় মিলনায়তনে দুর্ঘটনামুক্ত ঈদযাত্রায় দ্রুতগতি পরিহার করুনশীর্ষক আলোচনা ও ইফতার সভায় এ দাবি জানানো হয়।

সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, বাগেরহাট শাখা সভাপতি রিয়াদ ইসলাম, মো. মনির, মশিউর রহমান, এসএম রেজাউল করিম, মোঃ মিরাজ, মো. মাসুম, মো. মিল্টন প্রমুখ।

এসময় শান্তা ফারজানা বলেন, নির্মম পথদুর্ঘটনার অন্যতম কারণ দ্রুতগতি, তাই স্পিডগান ব্যবহারের পাশাপাশি সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেয়া উচিৎ যারা নিয়ম না মেনে অতিগতিতে পরিবহন চালায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online