'জামায়াত-শিবির সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে'
 
                                    ফরহাদ খান, নড়াইল
নড়াইলে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হবখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে রোববার সদর উপজেলার সিঙ্গিয়া বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। 
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। বিনা কারণে নাশকতার মিথ্যা মামলা দিয়ে পুলিশ রিমান্ডে নিয়েছে। রিমান্ডে চোখ বেঁধে অমানবিক নির্যাতন করেছে। পানি চায়লে প্রস্রাব পান করতে দিয়েছে। হকিস্টিক দিয়ে মেরেছে। আল্লাহর সাহায্য চায়লে তারা বলতো, কোথায় তোদের আল্লাহ!
জামায়াতের অসংখ্য মা-বোনদের ওপর নির্যাতন করেছে। ছয় মাসের অন্তঃসন্ত্বা বোন খাদিজাকে একটানা পাঁচ ঘণ্টা থানার মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমরুল কায়েসকে বিনা কারণে ক্রসফায়ারে হত্যা করেছে।
আতাউর রহমান বাচ্চু আরো বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা যে কোনো দুর্যোগে বা সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন। সবচেয়ে বেশি সাহায্য ও মানবিক কাজ করে থাকেন। অনেকে প্রশ্ন করেন, জামায়াতে ইসলামীর অর্থের উৎস কোথায়? তাদেরকে বলবো, জামায়াতে এসে দেখে যান অর্থের উৎস কী? কীভাবে আমরা সাহায্য করে থাকি। আমাদের প্রতিটি নেতাকর্মীই অর্থের উৎস। মানবিকতার উৎকৃষ্ট উদাহরণ। আমাদের নেতাকর্মীরা নিজেদের জন্য, সন্তানদের জন্য কম খরচ করে; বিভিন্ন উৎসবে নতুন পোশাক কম ব্যবহার করে অন্যদের সাহায্যে এগিয়ে আসেন। এছাড়া জামায়াত ক্ষমতায় এলে পুরুষের পাশাপাশি মা-বোনেরা যথাযথ ইজ্জত নিয়ে চলাফেরা করতে পারবেন। তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন।
হবখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল কাদের পিন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি হবখালী ইউনিয়নের সন্তান শামসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, সদর উপজেলার আমির আব্দুল্লাহ আল আমিন, সেক্রেটারি শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্বাস আলী ও গাজী ময়নুল ইসলাম, জেলা যুব বিভাগের সেক্রেটারি আশিকুজ্জামান, হবখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জামায়াতের নায়েবে আমির আব্দুল আহাদসহ অনেকে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            

 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            