চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা।
বুধবার সাড়ে ১০ টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। এসময় সেতুর দুই দিকে কয়েক কিলোমিটার যানবাহনে জট সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে। এছাড়া ৬ দফার সকল দাবি মানতে হবে।
What's Your Reaction?






