গুপ্তহত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল

Dec 21, 2024 - 19:20
 0  7
গুপ্তহত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির নড়াইল জেলা শাখার আয়োজনে শুক্রবার সন্ধ্যায় শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিল শুরু হয়ে জেলা হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক রাফায়েতুল হক তমালের সভাপতিত্বে ও সদস্য সচিব শাফায়াত উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক তুহিন মোল্যা, বিএম আকাশ ও সংগঠক মিনহাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম, নীরব আহমেদ নওয়াব, যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী, আমিরুল ইসলাম রানা, মুখপাত্র নুসরাত জাহান, রাশেদুল ইসলাম, সদস্য হাসিবুর রহমান, নাইম শিকদারসহ অনেকে।
গুপ্তহত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান বক্তারা। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান তারা।
সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানসহ তিনজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online