এমপি প্রার্থী হিসেবে আমার ভোটও দিতে পারিনি- ফরহাদ

Dec 15, 2024 - 18:17
 0  5
এমপি প্রার্থী হিসেবে আমার ভোটও দিতে পারিনি- ফরহাদ
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আমি কৃতজ্ঞতা জানাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। যারা ২০১৮ সালে নড়াইল-২ আসনে আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় তখনকার ফ্যাসিস্ট, লুটেরা ও ভোটচোর শেখ হাসিনা সরকার এ অঞ্চলের মানুষকে ভোট দিতে দেয়নি। এমনকি আমার ভোটটিও আমি দিতে পারিনি। আল্লাহর রহমতে তাকেসহ (শেখ হাসিনা) স্বপরিবারকে এবং সব এমপিকে বাংলাদেশের মানুষ এ দেশ থেকে বিতাড়িত করেছে। তারা ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আর ফিরে আসতে পারবে না। যতদিন এদেশে জাতীয়তাবাদী শক্তি থাকবে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান থাকবেন, ততদিন শেখ হাসিনা আর আসতে পারবেন না। তারেক জিয়া অচিরেই বাংলাদেশে আসবেন। নির্বাচনে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী হবেন ইন-শা-আল্লাহ। শেখ হাসিনা ভারতে গিয়ে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। কখনো ইসকন, কখনো হিন্দু-মুসলমান প্রসঙ্গ টেনে নানা অপ্রচার করছেন। অথচ বাংলাদেশে হিন্দু-মুসলমান একই ছাতার নিচে বসবাস করছেন।
শনিবার নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ক্লাব মাঠে এসব কথা বলেন তিনি। নলদী ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ১৬ দলীয় হা-ডু-ডু খেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদুজ্জামান ফরহাদ আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে দ্রব্যমূল্যের দিকে নজর দিতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিতে হবে। মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেন না। সবাই ভোট চায়, নির্বাচন চায়। নির্বাচিত সরকার গঠন করতে চায়। আগামি নির্বাচনে খালেদা জিয়া, তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি আমাকে আবারো নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন দেন, আমি আপনাদের কাছে আসব। ভোট চাইব, দোয়া চাইব। আর যদি আমি মনোনয়ন না পাই, তবে যাকে মনোনয়ন দেন; অত্র এলাকার সন্তান হিসেবে আপনাদের সঙ্গে কাজ করব। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। মানুষ ভোট দিক। আগামিতে জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসবে, তারেক জিয়া ক্ষমতায় আসবেন। আর এই সরকারকে সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে হবে না। আপনারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম টিংকুর সঞ্চালনায় ও নলদী ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান জামান।
বিশেষ অতিথির বক্তব্য দেন এনপিপির প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেন, উপদেষ্টা কাজী শওকত আলী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, এনপিপির লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, নলদী ইউনিয়ন এনপিপির সভাপতি আহাদ বিশ্বাসসহ অনেকে।  
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনপিপির যুগ্মমহাসচিব ফরিদ উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য বেলাল আহমেদ, জেলা সেক্রেটারি আনোয়ার হোসেন খান, সদর উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুক্ত, লোহাগড়া উপজেলা সেক্রেটারি বদরুল ইসলাম, নলদী ইউনিয়ন এনপিপির সেক্রেটারি কামরুল ইসলামসহ অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online