উদ্যোক্তার হাট এ্যাওয়ার্ড পেলেন ১৪০ জন উদ্যোক্তা

Dec 2, 2024 - 04:12
 0  134
উদ্যোক্তার হাট এ্যাওয়ার্ড পেলেন ১৪০ জন উদ্যোক্তা
ছবিঃ প্রতিনিধি/ওভি

ঢাকা, ডিসেম্বর (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) – তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সাফল্য ও অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য লাবণ্য মিডিয়া পক্ষ থেকে ১৪০ জনকে "উদ্যোক্তার হাট এ্যাওয়ার্ড ২০২৪" প্রদান করা হয়েছে।

এটি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্ভাবনী উদ্যোগ, সৃজনশীলতা এবং উদ্যোক্তা মানসিকতার বিকাশে ভূমিকা রাখার জন্য সম্মানিত করা হয়েছে। শুক্রবার রাতে সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, নারীরা প্রযুক্তি ব্যবহার করে ঘরে যেমন কর্মসংস্থান করছে বাইরেও করছে। নারীরা সমাজে এখন আর পিছিয়ে নেই। এখন রাত হয়ে গেলেও নারীরা বাইরে থাকলেও সমাজের মানুষ কিছু বলছে না। আমরা এখন দেখি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ছেলে মেয়েরা উদ্যোক্তা হচ্ছে। একজন মেয়ে উদ্যেক্তা তার পরিবারকে সার্পোট দিচ্ছে। তাদের বিভিন্ন উৎপাদিত পন্ন দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। ইচ্ছা শক্তি তাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। চাকরি পরিসর যেহেতু কম সে জন্য উদ্যোক্তা তৈরি করতে পারলে এ দেশে বেকার সংকট কমে যাবে। লাবণ্য মিডিয়া তাদের এই কার্যক্রম ধারাবাহিকতা বজায় রাখুক যাতে করে তরুণ উদ্যোক্তা তৈরি হয়।

বিশেষ অতিথি বক্তব্যে বক্তারা বলেন, রাজধানী ঢাকার যে জায়গাগুলো পড়ে আছে প্লট আকারে সেটা বেকার যুবকদের লি দিয়ে সবজি উৎপাদন করলে ঢাকা শহরে সবজি চাহিদা মেটানো সম্ভব। রেললাইনের পাশে খেজুর গাছ লাগিয়ে গুড়ের চাহিদা মোটানো সম্ভব। খাল-বিল ও নদীর পাড়ে বিভিন্ন ধরনের সবজি ও গাছ লাগিয়ে দেশের উৎপাদন বাড়ানো সম্ভব।

আয়োজক প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া হাউজের প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. হেদায়েত উল্লাহ তুর্কী বলেন, যারা পণ্য বা আইডিয়া বিক্রি করে অর্থ  উপার্জন করেন, করার চেষ্টা করছেন অথবা অন্যকে উৎসাহিত করছেন, এককথায় বলতে গেলে চাকুরীবাদে যারা বিভিন্নভাবে নিজস্ব প্রচেষ্টায় অর্থ উপার্জনের সাথে জড়িত তাদেরকে আমরা উদ্যোক্তা মনে করি এবং সেই সকল উদ্যোক্তাদের স্বীকৃতি এবং উৎসাহ প্রদানের জন্য আজকের আয়োজন উদ্যোক্তার হাট এ্যাওয়ার্ড ২০২৪।

লাবণ্য মিডিয়া হাউজের ব্যবস্থাপনা পরিচালক স্নিগ্ধা হোসাইন প্রিয়া বলেন, আমরা তৃনমূল থেকে শুরু করে বড় বড় শিল্পপতি উদ্যোক্তাদের একই মঞ্চে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির চেষ্টার অংশ হিসেবে আজকের এই আয়োজন করেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান কনসালটেন্ট ফোরাম দি রিপাবলিক অব সার্বিয়া মিলান ক্রিস্টোনিস, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর সিনিয়র এক্সিকিউটিভ সংগীতশিল্পী ও সংগঠক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্যাহ, এসএ প্লাইউড কোম্পানির চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু, ভিসা পয়েন্টের চেয়ারম্যান সেলিম রেজা, ব্যবস্থাপনা পরিচালক মো. সুরুজ্জামান, সুফিয়ানস লিমিটেডের চেয়ারম্যান মো. আবু সুফিয়ান, দেওয়ান গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মাইদুল দেওয়ান, ড্রীমল্যান্ড সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক খান জাকির হোসেন দারা, ব্রাইট এগ্রো গ্রুপের চেয়ারম্যান মো. নাসিরুল ইসলাম নাসির, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাহাত মিয়া, মোহাম্মদ আহছান উল্লাহ মানিক, চেয়ারম্যান আইএসআই ইঞ্জিনিয়ারিং সলিউশন, ড. মো. মিজানুর রহমান, সভাপতি বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, বিএমএ কমিউনিকেশনের চেয়ারম্যান মেহেদী এইচ স্রোত, আনন্দ বাজার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান সাবেক মন্ত্রী সাদেক সিদ্দিকী, জাহানারা এন্টারপ্রাইজের মো. জিল্লুর রহমান, এডি মাল্টিমিডিয়ার কর্ণধার স্বপন আহমেদ জয় সহ অনেকে।

বিভিন্ন ক্যাটাগরীতে এ্যাওয়ার্ড গ্রহণ করেন মিস বাংলাদেশ ২০২৪ ফেরদৌসী তানভীর ইচ্ছা, নফ্লুয়েন্সার লায়লা, চিত্রনায়িকা ও বিউটি এক্সপার্ট নাহিদা আশরাফ আন্না, চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি, চিত্রনায়িকা শিরিন শিলা, চিত্রনায়িকা তানিন সুবহা, চিত্রনায়িকা আঁখি চৌধুরী, চিত্রনায়ক অনিক রহমান অভি, নৃত্যপরিচালক ইউসুফ খান, অভিনেত্রী ও মডেল মাফতুহা জান্নাত জীম, অভিনেতা কবির টুটুল, জাহিদ চৌধুরী, মডেল সাবরিনা শানু লাকি, সুমাইয়া নদী, দৈনিক জনকন্ঠ পত্রিকার রিপোর্টার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুন শেখ, বিউটি এক্সপার্ট নুসরাত আক্তার মীম, বাবলী আক্তার, মীম আক্তার, রোমানা আফরোজ সুখী, মীর জান্নাতুল ইসলাম, নারী উদ্যোক্তা ও অভিনেত্রী নাবিলা চৌধুরী, তানহা হেলথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবুল খায়ের সবুজ, রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক সোনিয়া আক্তার স্মৃতি সহ অনেকে। 

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইয়াং স্টার সিজন ২ চ্যাম্পিয়ান জাহিদ অন্তু, নাসরিন আক্তার মুক্তা, মহুয়া লিপি, মোস্তাক আহমেদ, শিলা মল্লিক, শিল্পী আক্তার রিয়া, নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা আঁখি চৌধুরী, অনিক রহমান অভি, অর্পিতা মন্ডল শ্রেয়া, আমেনা পারভীন রুপা, নৃত্য পরিবেশন করেন মডেল নাহার কণা, নৃত্যপরিচালক নীলরাজ ও রিয়া মনি রিতু সহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাওন রহমান এবং সাজু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online