আব্দুল গাফফার চৌধুরীর স্মরণে লন্ডনে দোয়া ও মিলাদ 

May 21, 2025 - 23:23
 0  9
আব্দুল গাফফার চৌধুরীর স্মরণে লন্ডনে দোয়া ও মিলাদ 
ছবিঃ প্রতিনিধি/ওভি

লন্ডন, ২১ মে (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস) –অমর একুশের গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” এর রচয়িতা, কিংবদন্তি সাংবাদিক কলামিষ্ট, আব্দুল গাফফার চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পূর্বলন্ডনের ব্রিকলেন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
আব্দুল গাফফার চৌধুরীর চার সন্তান অনুপম রেজা চৌধুরী, তানিমা চৌধুরী, চিন্ময়ী চৌধুরী ও ইন্দিরা চৌধুরী পিতার মৃত্যুবার্ষিকীতে তাঁর অনুরাগীদের সাথে নিয়ে এই স্মরণ সভার আয়োজন করেন। বাদ মাগরিব ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই মাহফিলে কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সাংবাদিক, কাউন্সিলার সহ বিপুল সংখ্যক ব্রিটিশ বাঙালি অংশ নেন।
এই মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন ও ব্রিকলেন মসজিদের প্রাক্তন সভাপতি শফিকুর রহমান চৌধুরী, রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আ. স. ম. মিসবাহ সাদাত, আব্দুল আহাদ চৌধুরী, আনসার আহমেদ উল্লাহ, কমিউনিটি সংগঠক জামাল খান, শাহ বেলাল, শাহেদ আহমেদ সাদ, মোহাম্মদ মিরন, আহবাব আহমদ, মাহমুদ আলী, সৈয়দ গোলাব আলী, আব্দুল বাছির ফজলে রাব্বি স্বরন সহ আরো অনেকে।
শফিকুর রহমান চৌধুরী বলেন, বাঙালির মনে যতো দিন “একুশ” থাকবে, বাঙ্গালীর সংস্কৃতি যতদিন পৃথিবীর বুকে থাকবে, ততোদিন বাঙালি আব্দুল গাফফার চৌধুরীকে চাইলেও ভুলতে পারবে না। আমরা চাই তিনি আমাদের অন্তরে বেচেঁ থাকুক হাজার বছর। সব শেষে তার সন্তানরা তাদের বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে। এর পরে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিল ও তার রুহের মাগফেরাত কামনা করে মহান শ্রষ্টার দরবারে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online