পবিপ্রবিতে অফিসার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা 

May 24, 2024 - 02:32
 0  117
পবিপ্রবিতে অফিসার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা 
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন হতে বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার ও অভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্তকরণের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোঃ সাইদুর রহমান জুয়েল এর সভাপতিত্বে এবং বাআবিঅফ এর সাংগঠনিক সম্পাদক ও পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ ওয়াজকুরুনী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাআবিঅফ এর উপদেষ্টা ও সাবেক সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু। 

প্রধান আলোচক হিসেবে বাআবিঅফ এর সভাপতি মীর মোঃ মোর্শেদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বাআবিঅফ এর মহাসচিব মোঃ নজরুল ইসলাম হিরা, সহ-সভাপতি বাহাউদ্দিন গোলাপ, দীপক চন্দ্র মন্ডল ও ড. ইকবাল বাহার বিদ্যুৎ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাআবিঅফ এর সাংগঠনিক সম্পাদক ও পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ ওয়াজকুরুনী বলেন, সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন হতে বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার না করা হলে প্রয়োজনে সকল বিশ্ববিদ্যালয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। 

পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোঃ সাইদুর রহমান জুয়েল বলেন, সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয়গুলোর নাম প্রত্যাহার করা না হলে এবং অভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্ত করা না হলে সারা বাংলাদেশে দূর্বার আন্দোলন গড়ে তুলে দাবি বাস্তবায়ন করা হবে। 

প্রধান আলোচক বাআবিঅফ এর সভাপতি মীর মোঃ মোর্শেদুর রহমান বলেন, অনতিবিলম্বে সর্বজনীন পেনশন নীতিমালার প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয়ের নাম বাতিল করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। 

প্রধান অতিথির বক্তব্যে বাআবিঅফ এর উপদেষ্টা ও সাবেক সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু বলেন,ভঅভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্ত করা না হলে অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online