আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই: পররাষ্ট্র উপদেষ্টা

Apr 28, 2025 - 02:21
 0  7
আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই: পররাষ্ট্র উপদেষ্টা
ছবিঃ প্রতিনিধি/ওভি

মো: সাখাওয়াৎহোসেন (সাখাওয়াৎ লিটন)

সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহত হবার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশ চাইলে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার ভূমিকায় থাকবে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

এসময় তিনি বলেন, “আমাদের অবস্থান খুব স্পষ্টআমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাইআমরা জানি যে, ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন সংঘাতময় সম্পর্ক চলছেআমরা চাই না এখানে কোন সংঘাত সৃষ্টি হোক, যা এই অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হয়

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন

তৌহিদ হোসেন বলেন, “ভারত-পাকিস্তান দুই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক বিদ্যমানআমরা চাই আলাপ-আলোচনার মাধ্যমে তারা চলমান সমস্যার সমাধান করুকএই দুই দেশের সংঘাত সমাধানে মধ্যস্থতার প্রস্তাব বাংলাদেশ বিবেচনায় নেবে বলে তিনি মন্তব্য করেন

তিনি আরো বলেন, “ভারত-পাকিস্তান দুই দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক ইতিবাচকআমরা চাই আলাপ-আলোচনার মাধ্যমে তারা এই সমস্যার সমাধান করুকআমরা দেখেছি, দু-একটা দেশ থেকে ইতোমধ্যেই মধ্যস্থতারও প্রস্তাব এসেছেএখন আলাপ-আলোচনা হোক, মধ্যস্থতা হোক, যেভাবেই হোক এই সংকটের সমাধান হোক

বাংলাদেশ এই সংকটের সমাধান করতে আগ্রহী কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা মধ্যস্থতার প্রস্তাব পেলে ভেবে দেখব, তবে আগবাড়িয়ে কিছু করতে আমরা আগ্রহী ন

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে দেশে কোন বিরূপ প্রভাব পড়বে না বলেও তিনি আশ্বস্ত করেনতবে এর ফলে যদি ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে সরকার তা মোকাবিলায় পদক্ষেপ নেবে বলে জানান উপদেষ্টা

সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহত হনএ ঘটনার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করছে ভারতঅপরদিকে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তানএর জেরে উভয় দেশই বাণিজ্য স্থগিত, চুক্তি বাতিল সহ পরস্পরের বিরুদ্ধে এরই মধ্যে পাল্টাপাল্টি নানা পদক্ষেপ নিয়েছে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online