স্পেনের প্রাচীন নগরী গ্রানাডায় ভারী বর্ষণের আশঙ্কায় সতর্কাবস্থা
গ্রানাডা, ১৩ নভেম্বর (নিজস্ব প্রতিনিধি/আওয়ার ভয়েস) – মাত্র দুই সপ্তাহ আগে ভারী বর্ষণ এবং ভয়াবহ বন্যায় দুই শতাধিক প্রাণহানি ঘটেছে স্পেনের পূর্বাঞ্চল ভ্যালেন্সিয়ায়। বুধবার ভ্যালেন্সিয়া থেকে প্রায় সাড়ে পাঁচশ‘ কিলোমিটার দূরের ঐতিহাসিক নগরী গ্রানাডায় ভারী বর্ষণের সতর্ক বার্তা জারি করেছে স্পেনের আবহাওয়া দপ্তর।
ভ্যালেন্সিয়ায় ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির কারণে দেশটির সরকার মঙ্গলবার সন্ধ্যা থেকেই ইন্টারনেট এবং রেডিও-টিভির মাধ্যমে গ্রানাডার বাসিন্দাদের সতর্ক করে দিচ্ছে। এমনকি বুধবার গ্রানাডা নগরীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গোটা নগরীতে জরুরি সেবার সাথে জড়িত ব্যক্তিদের ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
স্পেনের আবহাওয়া দপ্তর এইমেইট এর পূর্বাভাস অনুসারে, বুধবার ঘণ্টায় ৪০ মিমি এবং ১২ ঘণ্টায় প্রায় ১০০ মিমি বৃষ্টিপাত হতে পারে। একইসাথে দমকা হাওয়া এবং বন্যার আশংকার কথা জানিয়ে নগরবাসীকে নিজ নিজ ঘরে এবং পারতপক্ষে সর্বোচ্চ উঁচু স্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২৯ ও ৩০ অক্টোবর ভ্যালেন্সিয়ায় ভারী বর্ষণ এবং ভয়াবহ বন্যায় ২১৭ জনের প্রাণহানির খবর নিশ্চিত করে স্পেন সরকার। স্পেনে স্মরণকালের এই ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বে অবহেলাকে দায়ী করেছে ভ্যালেন্সিয়ার মানুষ। তাদের অভিযোগ, যথেষ্ট সময় আগে ঐ দুর্যোগের ব্যাপারে সতর্কবার্তা মানুষের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল সংশ্লিষ্ট দপ্তর। নচেৎ ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক কম হতো। তাই গ্রানাডায় দুর্যোগের পূর্বাভাসকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকার।
What's Your Reaction?