লন্ডনে উৎসাহ ও উদ্দীপনার সাথে শ্রমিক দিবস পালিত

ডঃ আনসার আহমেদ উল্লাহ
শনিবার পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে ইস্ট এন্ড মে ডে রেলি ২০২৫ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্য এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, যুক্তরাজ্য সংসদ। উল্লেখ্য, বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্য বিগত ৯ বছর ধরে ধারাবাহিকভাবে মহান মে দিবসের অনুষ্ঠান করে যাচ্ছে।
বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক সলিসিটর শাহরিয়ার বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন বৃটেনের লড়াকু ট্রেড ইউনিয়ন আরএমটি সভাপতি অ্যালেক্স গর্ডন, প্রখ্যাত বামপন্থী ইংরেজি দৈনিক মর্নিংস্টারের প্রধান সম্পাদক বেন চাকো, জুইস সোশ্যালিস্ট গ্রুপের নেতা ও বিখ্যাত লেখক ডেভিড রোজেনবারগ এবং মাইগ্রেন্ট ভয়েসের ডিরেক্টর নাজেক রামাদান প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশী বামপন্থী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি এড. আবেদ আলী আবিদ, বাসদ [মার্ক্সবাদী] নেতা মোস্তফা ফারুক, বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্যের সহ-সভাপতি ড. আখতার সোবহান খান মাসরুর, উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সাধারণ সম্পাদক সেলিনা শফি, বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল- যুক্তরাজ্যের অর্থ সম্পাদক মাহমুদ রিয়াদ, নিজর মানুষের তাসনিমা উদ্দিন প্রমুখ। এছাড়া বাসদ নেতা হুমায়ূন খান উপস্থিত থেকে নিজ দলের পক্ষে সংহতি জানান।
অনুষ্ঠানে গণ সংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদের শিল্পী বৃন্দ। প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টসের শিশুশিল্পীবৃন্দ এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী মোহাম্মদ দীপ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এআর টিভি নেটওয়ার্ক।
সভায় ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীসহ বিভিন্ন দেশের শ্রমিকদের কাজের পরিবেশ উন্নতিকরণ, ইমিগ্রেশন ব্যবস্থা সহজ ও অভিবাসীবান্ধব করা, স্কিলডক্যাটাগরির আওতায় ভিসা প্রার্থীদের দালালমুক্ত ও প্রতারণামুক্ত করার লক্ষ্যে স্কিলড ভিসা প্রার্থীদের স্পন্সর-ফ্রি করা, ভিসা ফিস ও ভিসা-বর্ধিতকরণ ফিস কমানো, আবাসন সমস্যার সমাধান, প্রাইভেট বাড়িওয়ালাদের জন্য ভাড়ার উচ্চতর স্তর নির্ধারণ করে দেওয়া, এনএইচএস-এর প্রাইমারী কেয়ার সহজ করা, বর্ণবাদী আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা, অভিবাসী শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলা, যুদ্ধমুক্ত সমতার বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে শ্রমিক সহ সাধারণ মানুষের জোরদার ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এছাড়া বাংলাদেশে কৃষি শ্রমিক, চা-শ্রমিক, গার্মেন্টস শ্রমিকসহ সব আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের ন্যূনতম ন্যায্য মজুরী, নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিতকরণের আন্দোলন, ট্রেড ইউনিয়ন করার আন্দোলনের প্রতি এই সভা থেকে জোরদার সংহতি প্রকাশ করা হয়।
What's Your Reaction?






