শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

Oct 31, 2024 - 04:53
 0  5
শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
শিক্ষার মানোন্নয়নে নড়াইলে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা আশা শিক্ষা কর্মসূচির (শেখহাটি শাখা) আয়োজনে শেখহাটি তপনভাগযুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম আলী খান, আশার এডুকেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন, রিজিওনাল ম্যানেজার খন্দকার দেলোয়ার হোসেন, শাখা ম্যানেজার, শিক্ষা সুপারভাইজারসহ অনেকে উপস্থিত ছিলেন।  
আশার এডুকেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে সমাজের নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানদের বিদ্যালয় পরবর্তী শিক্ষাসেবা প্রদানের লক্ষ্যে ২০১১ সাল থেকে আমাদের কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে ৬০ জেলার ৬২টি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চালু আছে।
আমাদের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধসহ সবার মাঝে শিক্ষার আলো পৌঁছে দেয়া। এজন্য অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করতে হবে। তাহলে সুন্দর ভবিষ্য তৈরি হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online