লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইল, ২৫ অক্টোবর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলাম বলেছেন, ধর্মীয় উস্কানি ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই ধর্মীয় উস্কানি, অপপ্রচার বা প্রপাগান্ডা ছড়ানো থেকে বিরত থাকুন। সংখ্যালঘু লোকজন যাতে নির্যাতিত হয়ে বাসস্থান ত্যাগে বাধ্য না হয়, সেজন্যও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। থানা হচ্ছে জনগণের আস্থার আশ্রয়স্থল, থানার উপর আস্থা রাখুন, থানায় এসে নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন।
লোহাগড়া থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার থানা চত্বরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন পেশার মানুষ।
পুলিশ সুপার রবিউল ইসলাম আরো বলেন, কোন মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করবেন না। পুলিশ জনগণের পাশে থেকে আপনাদের সব সময় সহযোগিতা করছে। পুলিশ জনগণের বন্ধু, কোন প্রকার দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিয়ে, ইভটিজিং সহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এসবের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্প্রতি নড়াইলে যোগদানের পর দু’টি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের গ্রেফতারসহ ঘটনার রহস্য উদঘাটন করেছি।
পুলিশ সুপার বলেন, সবাইকে আধিপত্য বিস্তার, গ্রাম্য কাইজ্যা, দলীয় গ্রুপিং, সামাজিক ও গোষ্ঠীগত দ্বন্দ্ব, মাদক, জুয়া, ইভটিজিং, মানবপাচার, নারী নির্যাতন ও বাল্যবিয়ে, সামাজিক অবক্ষয়, কিশোর অপরাধ এবং দলবদ্ধ হয়ে আইন লঙ্ঘনসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে বিরত থাকার অনুরোধ করছি।
এছাড়া উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ভবিষ্যৎ প্রজন্ম সমৃদ্ধশালী করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি যাতে না ঘটে, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।
What's Your Reaction?

