মুস্তারী কমপ্লেক্সের প্রথম পুরস্কার পেলেন এক গৃহিণী
 
                                    ফরহাদ খান, নড়াইল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় অবস্থিত বিপনীবিতান মুস্তারী কমপ্লেক্সের র্যাফেল ড্র অনুষ্ঠানে প্রথম পুরস্কার মোটরসাইকেল পেয়েছেন এক গৃহিণী। 
শনিবার পুরস্কারপ্রাপ্ত গৃহিণী সানজিদা সুলতানা সাথীর হাতে মোটর সাইকেলের চাবি তুলে দেন মুস্তারী কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী সোহেল মুস্তারী। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, মুস্তারী কমপ্লেক্স মার্কেট কমিটির সাধারণ সম্পাদক গাউসুল আজম লিটন, ছিট কর্ণারের স্বত্ত্বাধিকারী উজ্জ্বল বিশ্বাস, সজল আহমেদ শরীফ, শামান্তা শরীফসহ অনেকে।
নড়াইলের কালিয়া উপজেলার কেষ্টপুর গ্রামের গৃহিণী সানজিদা সুলতানা সাথী জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুস্তারী কমপ্লেক্স থেকে দুই হাজার ৫০০ টাকায় থ্রি-পিচ কিনে প্রথম পুরস্কার হিসেবে মোটর সাইকেল পেয়েছেন। এজন্য অনেক খুশি তিনি। ক্রেতাদের খুশি করতে ভবিষ্যতেও এ ধরণের আয়োজন কর্তৃপক্ষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে শুক্রবার রাতে মুস্তারী কমপ্লেক্সের র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার ওসি সাজেদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) কাজী হাসানুজ্জামান, এসআই জমারত হোসেন, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, মুস্তারী কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী সোহেল মুস্তারী, ফয়সাল মুস্তারীসহ অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জন্মান্ধ খালিদ শাওন ও ঝিনাইদহের নিতি বিশ্বাস ।
মুস্তারী কমপ্লেক্স মার্কেট কমিটির সাধারণ সম্পাদক গাউসুল আজম লিটন জানান, ক্রেতা সাধারণের সন্তুষ্টি অর্জনে বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে এ ধরণের আয়োজন করবেন তারা। তিনি আরো বলেন, নড়াইলে বিভিন্ন মার্কেট থাকলেও মুস্তারী কমপ্লেক্সের পক্ষ থেকে এবারই প্রথম র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম পুরস্কার মোটর সাইকেলের পর দ্বিতীয় পুরস্কার ফ্রিজ পেয়েছে নড়াইল প্রেসক্লাব। এছাড়া তৃতীয় পুরস্কার স্মার্টটিভিসহ ২০টি পুরস্কার দেয়া হয়েছে।                         
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            

 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            