বিশ্ব শিক্ষক দিবসে নড়াইলে আলোচনা সভা
ফরহাদ খান, নড়াইল
‘শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই স্লোগানে নড়াইলে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে শনিবার হাসপাতাল মার্কেটে শিক্ষক সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলতান মাহমুদ, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সদর উপজেলা প্রধান শিক্ষক ফোরামের সভাপতি প্রশান্ত কুমার দত্ত, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল সিংহ, মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইউব হোসেন, শেখহাটি তপনভাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আযম খান, মাইজপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন সিকদার, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার, তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রোজিত মন্ডলসহ অনেকে।
বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। দেশে শিক্ষার ভিত মজবুত করতে হলে শিক্ষকদের মর্যাদা বাড়াতে হবে। বৈষম্য নিরসনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করতে হবে।
What's Your Reaction?