বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাগিব হোসেনের গণসংযোগ

Aug 30, 2025 - 03:12
 0  7
বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাগিব হোসেনের গণসংযোগ
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইল-১ আসনে (কালিয়া উপজেলা ও সদরের আংশিক) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক বিএম নাগিব হোসেন এলাকায় গণসংযোগ ও ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ধানের শীষের মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে আশাবাদী তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন জিয়া পরিষদ নড়াইল জেলা কমিটির সদস্য বিএনপি নেতা নাগিব হোসেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে সততা আমার ভিত্তি, জনগণ আমার শক্তিএ নীতিতে আমি এলাকার মানুষের সাথে যোগাযোগ রেখে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার দক্ষিণ যোগানিয়া গ্রামের সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাগিব হোসেন জানান, অবহেলিত নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতকরণ, মহাজন-বড়দিয়া ফেরিঘাটে নবগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণ, কালিয়ার বারইপাড়া ঘাটে নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত সমাপ্তকরণ, খাশিয়াল ইউনিয়নের ময়নাপাড়া ঘাটে মধুমতি নদীর উপর সেতু নির্মাণপূর্বক কালিয়ার সাথে ঢাকার দূরত্ব কমিয়ে যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিগত আওয়ামী লীগ আমলে এলাকায় উন্নয়নমূলক কাজের সুযোগ না পাওয়ায় বর্তমান সময়ে অবহেলিত নড়াগাতী থানা অঞ্চলের উন্নতিকরণে ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে কাজ করে যাচ্ছেন নাগিব হোসেন। এছাড়া কমিউনিটি ক্লিনিকগুলোতে উন্নত স্বাস্থ্যসেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষের হাতের কাছে সুচিকিৎসা পৌঁছে দেয়া, কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণ-তরুণীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে তাদের দেশ ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, বেকারত্ব দুরীকরণে কালিয়ায় শিল্প কলকারখানা গড়ে তুলতে পদক্ষেপ গ্রহণ, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠন, এলাকার সড়ক, সেতু, কালভার্ট, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজগুলোতে ডিগ্রিকোর্স চালু, স্নাতক পর্যায়ের কলেজে অনার্স কোর্স চালুসহ শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ইতোমধ্যে কাজ শুরু করেছেন তিনি।
হাট-বাজার, নদ-নদী, খাল-বিল অবৈধ দখলদারি মুক্ত করতেও কাজ করছেন নাগিব হোসেন। এছাড়া মসজিদ, মন্দির, গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিএম নাগিব হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল-খালখনন কর্মসূচি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পথ অনুসরণ করে আমার এলাকায় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য খালখনন ও পুন:খননের পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নিয়েছি। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ষোষিত ৩১ দফা বাস্তবায়নে ঢাকাসহ আমার নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ করছি।
নাগিব হোসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশন ও সোনালী ব্যাংক এমপ্লয়ীজ অ্যসোসিয়েশনের সভাপতি প্রয়াত বি এম বাকির হোসেনের ছোট ভাই। তিনি বলেন, আমার বড় ভাই বিএম বাকির হোসেনের অসমাপ্ত জনকল্যাণমূলক কাজগুলো এগিয়ে নিতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online