বাকৃবিতে গবেষণা প্রতি বাজেট বাড়লো বার্ষিক এক লাখ টাকা

Jul 1, 2025 - 00:05
 0  6
বাকৃবিতে গবেষণা প্রতি বাজেট বাড়লো বার্ষিক এক লাখ টাকা
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ৩০ জুন (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গবেষণাকে এগিয়ে নিতে নতুন গবেষণা প্রকল্পের জন্য বার্ষিক বাজেট এক লক্ষ টাকা বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অর্থ প্রাপ্তি সাপেক্ষে নতুন গবেষণায় বার্ষিক বাজেট পূর্বের ৪ লক্ষ থেকে বৃদ্ধি করে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এছাড়াও পিএইচডি গবেষণার প্রকল্পে বার্ষিক বাজেট সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেখে মোট তিন বছরের জন্য প্রকল্প আহ্বান করার অনুমোদন দিয়েছে। এতে তিন বছরে একটি প্রকল্পের বাজেট দাঁড়াবে ২২ লক্ষ ৫০ হাজার টাকা। 
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন। তিনি জানান, ১৫ মে অনুষ্ঠিত ফিন্যান্স কমিটির ২০২৪-২০২৫ অর্থ বছরের ২য় অধিবেশনের ১০নং সিদ্ধান্ত/সুপারিশটি ১৮ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৮তম অধিবেশনে ৪নং সিদ্ধান্তমূলে অনুমোদিত হয়। সিদ্ধান্ত অনুসারে, বাকৃবি রিসার্চ সিস্টেম (বাউরেস) থেকে অর্থ প্রাপ্তি সাপেক্ষে ভবিষ্যতে নতুন গবেষণা প্রদানের ক্ষেত্রে বার্ষিক বাজেট চার লক্ষ টাকার স্থলে পাঁচ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে অর্থ প্রাপ্তি সাপেক্ষে যে সকল প্রকল্পে পিএইচডি গবেষণা থাকবে সেই সকল প্রকল্পের বার্ষিক বাজেট সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেখে মোট তিন বছরের জন্য প্রকল্প আহ্বান করার অনুমোদন দেয়া হলো। তবে এক্ষেত্রে পিএইচডি ফেলোর মাসিক ফেলোশীপ বিশ হাজার টাকা থাকবে। 
মো. হেলাল উদ্দীন আরও জানান, নতুন গবেষণা প্রকল্পের ক্ষেত্রে বার্ষিক পাঁচ লক্ষ টাকার মধ্যে তিন হাজার দুইশত টাকা বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালা আয়োজনের জন্য বরাদ্দ রাখার অনুমোদন দেয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online