পবিপ্রবির হলসমূহ পরিদর্শনে উপাচার্য অধ্যাপক ড. ইসলাম

Oct 1, 2024 - 07:43
 0  40
পবিপ্রবির হলসমূহ পরিদর্শনে উপাচার্য অধ্যাপক ড. ইসলাম
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম আবাসিক হলসমূহ পরিদর্শন করে আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
শনিবার রাত ৮টায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম পরিদর্শন টিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ পরিদর্শন করে আবাসিক হলসমূহের শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন। এসময় আয়োজিত মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের আবাসিক হলসমূহের বিভিন্ন সমস্যার কথা শুনে পর্যায়ক্রমে দ্রুত সমাধানের আশ্বাস দেন।  
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, সমস্যাগুলো চিহ্নিত করে ধারাবাহিকভাবে সমাধানের উদ্যোগ নেয়া হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের সমস্যাসমূহ নিরসনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ সময়  হল প্রভোস্ট, সহকারী হল প্রভোস্টসহ একাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online