নড়াইলে প্রশিক্ষণ বিমানের ধানক্ষেতে জরুরি অবতরণ

Apr 3, 2024 - 21:50
 0  331
নড়াইলে প্রশিক্ষণ বিমানের ধানক্ষেতে জরুরি অবতরণ
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের তারাশি এলাকায় ধানক্ষেতে একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে।

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার দুপুর ২টা ৪১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডার নাদিম ও মাহফুজ সুস্থ আছেন। তাদের যশোর বিমানঘাটিতে নিয়ে যাওয়া হয়েছে।  
প্রশিক্ষণ বিমানটির একটি অংশ ধানক্ষেতে এবং অপর অংশ চাষযোগ্য জমিতে পড়ে রয়েছে। বিমানটির তেমন কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নড়াইল ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটের দিকে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। স্কোয়াড্রন লিডার মাহফুজ ও নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে ছিলেন। বিমানে কী ধরণের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা। তবে, বিমানবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া যায়নি।
নড়াইল সদর থানার ওসি-তদন্ত সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online