জুলাই শহিদ ফুটবল টুর্নামেন্টে দুর্গাপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

Aug 24, 2025 - 06:05
 0  4
জুলাই শহিদ ফুটবল টুর্নামেন্টে দুর্গাপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, আগস্ট (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) নড়াইলে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ সালাউদ্দিন-রবিউল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দুর্গাপুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

সামাজিক সংগঠন ঊষার আলো সূর্যসংঘ’, নড়াইলের আয়োজনে শনিবার শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় দুর্গাপুর স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
ঊষার আলো সূর্যসংঘের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ সালাউদ্দিন সুমনের ভাই মিন্টু মোল্যা ও ভাতিজা মইন মোল্যা।
ঊষার আলো সূর্যসংঘের সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ ও টুর্নামেন্টের তত্ত্বাবধায়ক আল আমিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মেহেদী হাসান, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, প্রভাষক সামিরা খানম, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলাই যোদ্ধা এস এম সালাউদ্দিন, সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদ, নড়াইল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন, এনসিপি নেতা নাজমুল হাসান উজ্জ্বল, এস এম ইরফানুল বারী উজ্জ্বল, বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী নুসরাত জাহান, রাশেদুল ইসলাম, আমিরুল ইসলাম রানা, শাহারুল আলম, সাদাব আলম, মোহাম্মদ মাসুমসহ অনেকে। ফুটবল ম্যাচের ধারাভাষ্যকার ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা জহুরুল ইসলাম ও কাজী নাইম রশিদ সৈকত।
এদিকে, ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত নড়াইলের দুটি পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অনুষ্ঠানে নিহত সালাউদ্দিন সুমনের ভাই মিন্টু মোল্যা ও ভাতিজা মইন মোল্যার হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এছাড়া সুমনের স্ত্রীর জন্যও উপহার দেয়া হয়। এদিকে, নিহত রবিউল ইসলাম লিমনের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তাদের উপহার সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রশাসক।
জুলাই গণঅভ্যুত্থানে নিহত হন নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামের সালাউদ্দিন সুমন এবং নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের রবিউল ইসলাম লিমন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online