চাঁপাইনবাবগঞ্জে অবরোধ, প্রায় এক ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

May 14, 2025 - 18:38
 0  8
চাঁপাইনবাবগঞ্জে অবরোধ, প্রায় এক ঘন্টা পর ট্রেন চলাচল শুরু
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার সর্বস্তরের জনগণ।  
সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মাধ্যমে তারা রেল যোগাযোগের উন্নয়ন ও চাঁপাইনবাবগঞ্জ হতে আন্তঃনগর ট্রেন চালুর জোরালো দাবি জানান। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি নোকাল ট্রেন প্রায় ঘণ্টা খানেক আটকে রাখা হয়।
বুধবার সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ঘন্টাব্যাপী ট্রেন অবরোধ কর্মসূচীতে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক ও ট্রেন আন্দলোনের উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ মনোয়ার হোসেন জুয়েল।
ট্রেন অবরোধ কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা, রবিউল ইসলাম রবি, জামায়াতের আমীর গোলাম রব্বানী, আব্দুল আলিম, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনজয় চ্যাটারজী, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের আহ্বায়ক আব্দুর রাহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে সুজন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল বলেন, ৮ দফা দাবীর মধ্যে নুন্যতম দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার মোঃ ওবায়দুল হক বলেন, রেল অবরোধ করার পর আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার কথা বলেছেন। 
রেলস্টেশন মাস্টারের আশ্বাসের পর তারা শান্তিপূর্ণ আন্দোলন সমাপ্ত করেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online