চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘রোড টু চ্যাম্পিয়ন’

Nov 4, 2024 - 23:03
 0  49
চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘রোড টু চ্যাম্পিয়ন’
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি (টিইএস) চতুর্থবারের মতো রোড টু চ্যাম্পিয়নপ্রতিযোগিতার আয়োজন করছে।

২৩ অক্টোবর থেকে শুরু হয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছুদের রেজিস্ট্রেশন কার্যক্রম। ৫ নভেম্বর পর্যন্ত চলবে। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতায় তিনজনের একটি দল গঠন করতে হবে। এর রেজিস্ট্রেশন ফি তিনশত টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতাটি চারটি ধাপে হবে - কুইজ চ্যালেঞ্জ, আর্টিকেল রাইটিং, পিকচার পার্সপেক্টিভ ও কেস স্টাডি চ্যালেঞ্জ। 
বিচারক হিসেবে বিভিন্ন ইন্ডাস্ট্রি ও বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য ব্যক্তিত্বদের অবস্থান সুনিশ্চিত করেছেন কর্তৃপক্ষ। প্রতিটি ধাপে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে প্রতিযোগীরা পরবর্তী ধাপে অংশগ্রহণ করতে পারবেন।
এবারের প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পঞ্চাশ হাজারটাকার ট্রেনিং সেশন ও পুরস্কার। রোড টু চ্যাম্পিয়নশিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যা তাদের সমস্যা সমাধানের দক্ষতা ও টেক্সটাইল বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ বৃদ্ধিতে সহায় বে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online