ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

নড়াইল, ১৪ মে (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইলে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
নড়াইল সদর উপজেলা পরিষদের আয়োজনে বুধবার দু'দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী জেনারুল ইসলাম জিন্নাহ, সদর উপজেলা সমন্বয়কারী ওমর ফারুকসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা। মাইজপাড়া, হবখালী ও চন্ডীবরপুর ইউনিয়নের সদস্যরা দু'দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার প্রশিক্ষণ শেষ হবে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
What's Your Reaction?






