বিশ্বসেরা গবেষকের তালিকায় পবিপ্রবির ১৫৪ জন শিক্ষক
জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি
অ্যালপার ডগার (এডি) ‘সায়েন্টিফিক ইনডেক্স র্যাঙ্কিং–২০২৫’ এ বিশ্বসেরা বিজ্ঞানী-গবেষকদের তালিকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সর্বমোট ১৫৪ জন গবেষক জায়গা পেয়েছেন।
তালিকায় বিশ্বের ২১৯টি দেশের ২৪,৩৬১টি প্রতিষ্ঠান থেকে ১৯৭টি সাবজেক্টের উপর ২৪,০০,১৬৩ জন গবেষক ও বিজ্ঞানী স্থান পেয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত “এডি সায়েন্টিফিক ইনডেক্স র্যাঙ্কিং–২০২৫”-এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯ম স্থান অর্জন করেছে। বিশ্বব্যাপী বিজ্ঞান ও গবেষণাকেন্দ্রিক এই সূচকে পবিপ্রবির অবস্থান ২২৬২তম, যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। সম্প্রতি এডি সায়েন্টিফিক ইনডেক্সের অফিশিয়াল ওয়েব পেজে প্রকাশিত হয় ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স র্যাঙ্কিং-২০২৫’ তালিকা।
তালিকায় এ বছরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গবেষকদের মধ্যে প্রথম স্থানে আছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। তিনি মৃত্তিকা বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ও উদ্ভিদ পুষ্টি বিষয়ে গবেষণা করে পবিপ্রবিতে ১ম, বাংলাদেশে ১৩তম এবং সারা বিশ্বে ৫৬ হাজার ৭ শত ৮৬তম হয়েছেন। পবিপ্রবিতে গবেষকদের মাঝে ২য় অবস্থানে আছেন এম সামসুজ্জামান (বাংলাদেশে ৯৩তম) এবং ৩য় অবস্থানে রয়েছেন মিল্টন তালুকদার (বাংলাদেশের ১৬৪তম)।
এডি সায়েন্টিফিক ইনডেক্স হচ্ছে এমন একটি জরিপ যা বৈজ্ঞানিক গবেষণা, প্রকাশনা এবং গবেষকদের উদ্ভাবনী দক্ষতার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়গুলোর র্যা ঙ্কিং নির্ধারণ করে। এখানে গবেষকদের এইচ-ইনডেক্স, আই১০-ইনডেক্স ও গুগল স্কলারের মাধ্যমে প্রকাশিত নিবন্ধ ও গবেষণাপত্রের সাইটেশনসহ বিভিন্ন সূচক পর্যালোচনা করা হয়। এবার সেরা বিজ্ঞানী ও গবেষকের তালিকায় সারা বিশ্বে শীর্ষে অবস্থান করছেন দক্ষিণ কোরিয়ার ইয়ং পুক ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এইচ. জে. কিম। একক বিশ্ববিদ্যালয় থেকে সর্বাধিক সংখ্যক গবেষক হিসেবে তালিকায় প্রথম স্থানে আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এশিয়া মহাদেশ থেকে ৬ লাখ ৮৭ হাজার ১৩৯ জন এবং বাংলাদেশ থেকে ১৬ হাজার ৭৫৬ জন বিজ্ঞানী ও গবেষক আছেন এবারের জরিপে।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
What's Your Reaction?