বিনায় বার্ষিক গবেষণা কর্মশালা, কৃষি গবেষণায় জোর তাগিদ

May 27, 2025 - 16:57
 0  18
বিনায় বার্ষিক গবেষণা কর্মশালা, কৃষি গবেষণায় জোর তাগিদ
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, মে (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিনা) বার্ষিক গবেষণা কর্মসূচি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত বিনা সেমিনার কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের কর্মশালাটির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। কর্মশালায় কৃষি বিষক গবেষণা ও উদ্ভাবনের দিকে বিশেষ জোর দেয়া হয়।

বিনা মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক, বিনার ট্রেনিং ও প্ল্যানিং বিষয়ক পরিচালক ড. সাইফুল হক ভূঁইয়া, গবেষণা বিষয়ক পরিচালক ড. মো. হোসেন আলী এবং গবেষণা ও সহায়তা সেবা বিষয়ক পরিচালক ড. মো. আতাউর রহমান।

এছাড়া দেশের বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানে কর্মরত গবেষক, বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই কর্মশালায় অংশগ্রহণ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনা মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। তিনি তাঁর উপস্থাপনায় বিনা উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল ফসলের জাত নিয়ে কৃষক পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম ও তার ইতিবাচক ফলাফল তুলে ধরেন। গবেষণাভিত্তিক এই প্রবন্ধে তিনি দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থায় পারমাণবিক কৃষি প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করেন।

কর্মশালায় গবেষকরা তাঁদের প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রযুক্তি সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দেশের কৃষি গবেষণাকে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করতে কর্মশালাটি বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমি কৃষি এবং কৃষকের সন্তান হিসেবে গর্ব বোধ করি। বাংলাদেশের প্রায় সকল মন্ত্রী ও সচিব পর্যায়ের সফল ব্যক্তিবর্গেরও কৃষি ও কৃষি পরিবারের অতীত ইতিহাস রয়েছে। কৃষি হচ্ছে আমাদের প্রাণ, আমরা এটা নিয়ে গর্ববোধ করি। কৃষক ও কৃষি পেশাকে কেউ যদি ছোট করে দেখে, সরকার হোক বা উর্ধ্বতন কর্মকর্তা যেই হোক না কেন, এটা সহ্য করবেন না। কৃষিবিদরা আমাদের সন্তান, আমাদের বোন বা ভাই। যে কোন সমস্যায় আমাদের কৃষিবিদরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online