‘বিগত সরকার সেবক হতে গিয়ে, মালিক বনে লুটপাট করেছে‘

Dec 2, 2024 - 05:16
 0  5
‘বিগত সরকার সেবক হতে গিয়ে, মালিক বনে লুটপাট করেছে‘
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল

বিগত সরকার দেশের উন্নয়নের কথা বলে, জনগণের সেবক হতে গিয়ে নিজেরাই দেশের মালিক হয়ে লুটপাট ও দুর্নীতি করেছেরোববার নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে পথসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান

নড়াইল জেলা জামায়াতে ইসলামী আয়জিত পথসভাতিনি আরো বলেন, ফ্যাসিস্ট পতিত সরকারের মতো চাঁদাবাজ, জুলুমবাজ আর কাউকে দেখতে চাই নাবৈষম্য ও দূর্নীতিমুক্ত বাংলাদেশে সম্মানের সাথে বসবাস করতে চাইআমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাইপ্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাইজামায়াত এদেশে ইনসাফ কায়েম করতে চায়পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে দলমত নির্বিশেষে নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে চাই

পথসভায় আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, নায়েবে আমির জাকির হোসেন বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল আমিন, নড়াইল পৌর জামায়াতের আমির মাস্টার জাকির হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছেদিনশেষে অবৈধ অর্থ দিয়ে তাদের নিজেদের নেতাকর্মীদের ভাগ্যবদল হলেও দেশের সাধারণ মানুষের কোন ভাগ্যবদল হয়নিআমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাইএ দেশকে বসবাস উপযোগী হিসেবে পৃথিবীর অন্যতম দেশ বানাতে চাইসম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাইযেখানে মানুষ পুরোপুরি অধিকার পাবেন

এছাড়া নড়াইলের লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায়ও বক্তৃতা করেন ডাক্তার শফিকুর রহমানলোহাগড়ায় জামায়াতের উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online