প্রথম নালা বিপিএল চ্যাম্পিয়ন টাইগার্স আম মাইন ফ্রাঙ্কফুর্ট

Aug 12, 2025 - 06:20
 0  4
প্রথম নালা বিপিএল চ্যাম্পিয়ন টাইগার্স আম মাইন ফ্রাঙ্কফুর্ট
ছবিঃ প্রতিনিধি/ওভি

কনিগসউইন্টার থেকে রিয়াজুল ইসলাম 

সেরাজি ফাউন্ডেশনের সহযোগিতায় জার্মানির বনে অনুষ্ঠিত হয়ে গেল প্রথমবারের তো প্রবাসী বাংলাদেশীদের ক্রিকেট প্রতিযোগিতা নালা বন প্রিমিয়ার লিগ

মোট ছয়টি দলের অংশগ্রহণে দুই দিনের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টাইগার্স আম মাইন ফ্রাঙ্কফুর্টরোববার ফাইনালে তারা চার উইকেটে হারিয়েছে স্বাগতিক বন ব্লিট্জকে

টি টেন টুর্নামেন্টের ফাইনালে শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১১৭ রান সংগ্রহ করে বন ব্লিট্জঅধিনায়ক নাজিব আহমেদ করেন অপরাজিত ৪৯ রানজবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগার্স আম মাইন ফ্রাঙ্কফুর্টতবে সামাদের ৪৪ আর হাসিবের ৩৬ রানে সাত বল বাকি থাকতেই জয় তুলে নেয় তারাসামাদ ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরষ্কারটি পানআর রানার্স আপ বন ব্লিট্জ এর নাজিব আহমেদ হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়

ফাইনাল ম্যাচটি দেখতে বনের প্রবাসীদের অনেকেই জড়ো হন ক্যোনিগসউইন্টারের বন ব্লিট্জ ক্রিকেট মাঠেটুর্নামেন্টের পুরষ্কার বিতরণীতে উপস্থিত ছিলেন কো-স্পন্সর সেরাজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা . আব্দুল হাই, সভাপতি সিরাতুন নাইম, সহ-সভাপতি . তৌফিকুল হক, সাধারণ সম্পাদক সাইফুল হায়দার, টুর্নামেন্টের মিডিয়া পার্টনার জার্মান বাংলা ম্যাগাজিন সীমান্ত এর সম্পাদক রিয়াজুল ইসলাম এবং কো-স্পন্সর এশিয়ান বাংলা টাউনের স্বত্বাধিকারী হৃদয় শেখ 

প্রথমবারের তো নালা বন প্রিমিয়ার লিগ অনুষ্ঠানে সহযোগিতার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মুরশিদুল ইসলাম রেদোয়ানআগামীতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেনউল্লেখ্য, টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল মানি সেন্ডিং কোম্পানি নালা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online